উচ্চশিক্ষা কার্যক্রম গতিশীল করতে শিক্ষা মন্ত্রণালয়ের স্টেকহোল্ডার কনসালটেশন

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৯:৫১

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : উচ্চশিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করতে শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিনিধিদের অংশগ্রহণে এক স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘উচ্চশিক্ষা কার্যক্রমের গতিশীলতা ও পারস্পরিক কর্মসম্পর্ক জোরদার’ শীর্ষক এ কর্মশালায় অংশ নেন শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, রেজিস্ট্রার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার সভাপতিত্ব করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

কর্মশালায় উচ্চশিক্ষার গুণগত মান, প্রশাসনিক দক্ষতা, নীতিগত সমন্বয়, গবেষণা খাতের অগ্রগতি, শিক্ষার্থীসেবা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা উচ্চশিক্ষায় সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার এবং বিশ্ববিদ্যালয়সমূহে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া গড়ে উঠলে উচ্চশিক্ষার প্রশাসনিক গতিশীলতা বাড়বে এবং একাডেমিক মানোন্নয়ন ঘটবে।

সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. সি আর আবরার বলেন, ‘উচ্চশিক্ষার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগই হতে পারে মূল চাবিকাঠি। আজকের কর্মশালায় উপস্থাপিত পরামর্শ ও অভিজ্ঞতা আমরা নীতিগত পর্যায়ে গুরুত্ব সহকারে বিবেচনা করব।’

তিনি আরও বলেন, যদি কোথাও নীতিমালা বা প্রশাসনিক জটিলতা থাকে, তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় চাইছে, বিশ্ববিদ্যালয়গুলো যেন স্বায়ত্তশাসনের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন বলেন, উচ্চশিক্ষায় গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে হবে। শিক্ষক প্রশিক্ষণ, মাননিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, বর্তমান সরকারের উচ্চশিক্ষা উন্নয়ন রোডম্যাপ বাস্তবায়নে ইউজিসি নীতিনির্ধারক ও বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে সেতুবন্ধনের কাজ করছে।

কর্মশালায় অংশগ্রহণকারী উপাচার্য ও প্রতিনিধিরা বলেন, নিয়মিত এই ধরনের কনসালটেশন আয়োজনে বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধান করা সম্ভব হবে।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, কর্মশালার আলোচনাগুলো উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দিকনির্দেশক হিসেবে ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে মাগুরা জেলা প্রশাসন
সিরাজগঞ্জে আন্না রানী দাস হত্যায় সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা নেই : বাংলাফ্যাক্ট
মিরপুরে অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শনে জামায়াত আমির
নারী ক্রিকেট দলকে নিয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল
৩৬ বছর পর চাকসু নির্বাচন আজ
রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
পাচারকালে সুনামগঞ্জের তরুণীকে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব
জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে : জাতীয় ঐকমত্য কমিশন
১০