
হবিগঞ্জ, ১৪ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার চুনারুঘাট উপজেলায় আজ চা- বাগানের পুকুরের পানিতে ডুবে মোছকান আক্তার (১৩), শামীমা আক্তার (১২) ও ছানিয়া আক্তার (৯) নামের তিন শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে চুনারুঘাট উপজেলার চানপুর চা-বাগানে এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া শিশু মোছকান আক্তার জেলার চুনারুঘাট উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার মেয়ে। অন্যদিকে শামীমা আক্তার একই এলাকার সাজিদ আলীর মেয়ে এবং শিশু ছানিয়া আক্তার ওই এলাকার মজিদ আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার চুনারুঘাট উপজেলার চানপুর চা-বাগানে আত্মীয়ের বিয়েতে অভিভাবকদের সাথে গিয়েছিল তিন শিশু মোছকান আক্তার, শামীমা আক্তার ও ছানিয়া আক্তার। আত্মীয় বাড়ির একপাশে বিয়ের আয়োজন চলছিল। দুপুরে তিনশিশু খেলতে খেলতে পুকুর পাড়ে গিয়ে গোসল করার জন্য পানিতে নেমে যায়। একপর্যায়ে তারা তিনজনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তিনশিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।