বিএমইউতে জাতীয় পর্যায়ে গবেষণার চাহিদা ও অগ্রাধিকারবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ২০:১৩
ছবি : বাসস

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) জাতীয় পর্যায়ে গবেষণার চাহিদা ও অগ্রাধিকার নিয়ে (কনসালটেটিভ ওয়ার্কশপ অন ন্যাশনাল রিসার্চ নীড এন্ড প্রিয়োরিটাইজেশন) একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন বিএমইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো: শাহিনুল আলম। 

পাবলিক হেলথ এ্যান্ড ইনফরমেটিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আতিকুল হক এর সঞ্চালনায় বিএমইউ এর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, বিএমআরসি’র চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আখতার, বিএমইউর অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, বিএমইউ জার্নালের নির্বাহী সম্পাদক অধ্যাপক ডা. এম মোস্তফা জামান সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি, ঢাকা মেডিক্যাল কলেজ, নিপোর্টসহ বিভিন্ন মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউট এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় মেথোডলজি নির্ধারণ বিশেষ করে ডেলফি মেথডলজি অনুসরণ করা, ইভিডেন্স বেইসড মেডিসিন বা প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যার চর্চা, স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ কাজ ইভিডেন্স এর উপর ভিত্তি করে সম্পন্ন করা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অর্জনের দিকে খেয়াল রাখা, মাতৃ ও শিশু স্বাস্থ্য, বয়স্কদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ডায়াবেটিস, হাইপারটেরশনসহ অসংক্রামক রোগের প্রতি গুরুত্ব দেয়া, রিহ্যাবিলটেশন সেবা,স্বাস্থ্য সেবা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য শিক্ষার উপর গুরুত্ব দেয়া, স্বাস্থ্য সংস্কার কমিশনের মতামতকে গুরুত্ব দেয়া, ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে কাজ শেষ করা, স্বাস্থ্যখাতের সাথে সংশ্লিষ্ট সকল পর্যায়ের বিশেষজ্ঞদের সম্পৃক্ত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুদকের অভিযানে স্বাস্থ্য, রাজউক ও খাদ্য খাতে অনিয়মের প্রমাণ
গাজা থেকে আরও চার জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস : ইসরাইল
শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে মাগুরা জেলা প্রশাসন
সিরাজগঞ্জে আন্না রানী দাস হত্যায় সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা নেই : বাংলাফ্যাক্ট
মিরপুরে অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শনে জামায়াত আমির
নারী ক্রিকেট দলকে নিয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
মিরপুরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল
৩৬ বছর পর চাকসু নির্বাচন আজ
রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
১০