সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ২০:১৭
ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ। ছবি : বাসস

সাতক্ষীরা, ১৪ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী অভিযানকালে শাড়ি ও ওষুধ সহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 

আজ মঙ্গলবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় কাকডাঙ্গা, চান্দুড়িয়া, সুলতানপুর, হিজলদী, মাদরা, কালিয়ানী ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালী নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে। এছাড়া, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গোয়ালপাড়া নামক স্থান হতে, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল একই থানাধীন ইটের ভাটা নামক স্থান হতে, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল শিশুতলা নামক স্থান হতে, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল উত্তর ভাদিয়ালী ও চান্দা নামক স্থান হতে, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদও উপজেলার কালিয়ানী নামক স্থান হতে, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার চারাবাড়ি নামক স্থান হতে এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প আভিযানিক দল গোবিন্দকাঠি নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক নয়লাখ ৬২ হাজার পাঁচশ’ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত, আহত ২০
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
উ.কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মারা গেছেন
নাসীরুদ্দীন ও জারার নেতৃত্বে এনসিপি’র নির্বাচন পরিচালনা কমিটি
মেক্সিকোতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১৩ 
কিশোরগঞ্জের চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুইটিতে হোল্ড
গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনায় ঝালকাঠিতে অর্ধবার্ষিক সমন্বয় সভা
জুনিয়র বৃত্তি পরীক্ষার বিষয়ে কেন্দ্র সচিবদের প্রতি জরুরি নির্দেশনা
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় আর্টিলারি রকেট নিক্ষেপ উত্তর কোরিয়ার : দক্ষিণ কোরিয়া
পটুয়াখালীতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ
১০