ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ২০:১৯

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হবে।

১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় মোট ৪০ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। এ ঘটনায় অনেকে আহত হন। নিহত ছাত্র, কর্মচারী ও অতিথিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে আগামীকাল ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

শোক দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন, সকল হল ও হোস্টেলে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা এবং কালো ব্যাজ ধারণ। সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র‌্যালি সহকারে জগন্নাথ হল স্মৃতিসৌধে গমন, পুষ্পস্তবক অর্পণ এবং নীরবতা পালন।

সকাল ৮টায় অক্টোবর স্মৃতি ভবনের টিভি কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা এবং বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিআ’সহ সকল হল মসজিদে নিহতদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হবে।

এছাড়া, হল প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিহতদের প্রতিকৃতি চিত্র ও তথ্যপ্রমাণাদি প্রদর্শন করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত, আহত ২০
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
উ.কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মারা গেছেন
নাসীরুদ্দীন ও জারার নেতৃত্বে এনসিপি’র নির্বাচন পরিচালনা কমিটি
মেক্সিকোতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১৩ 
কিশোরগঞ্জের চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুইটিতে হোল্ড
গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনায় ঝালকাঠিতে অর্ধবার্ষিক সমন্বয় সভা
জুনিয়র বৃত্তি পরীক্ষার বিষয়ে কেন্দ্র সচিবদের প্রতি জরুরি নির্দেশনা
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় আর্টিলারি রকেট নিক্ষেপ উত্তর কোরিয়ার : দক্ষিণ কোরিয়া
পটুয়াখালীতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ
১০