চট্টগ্রাম, ১৪ অক্টোবর ২০২৫ (বাসস) : ব্যবসা, স্বাস্থ্য ও পরিবেশ সব ক্ষেত্রে মান বজায়ে আবশ্যক উল্লেখ করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন ওজন ও পরিমাপ নিয়ে সমস্যা শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক চ্যালেজ্ঞ। আমাদের দেশের প্রেক্ষাপটে এ সমস্যা আরও প্রকট।
আজ মঙ্গলবার বিশ্ব মান দিবসে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিশ্ব মান দিবসে এবারের প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে -মান’।
বিভাগীয় কমিশনার বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে মেট্রিক পদ্ধতি ছাড়া ভিন্ন ভিন্ন এককে ওজন পরিমাপ করায় পণ্য বেচাকেনায় শুধু বিভ্রান্তিই সৃষ্টি হয় না বরং প্রতারণারও সুযোগ তৈরি হয়। দেশে একজন সৎ ব্যবসায়ীকেই বরং সমস্যায় পড়তে হয় কারণ অসৎ পথে যারা চলে তারা নিয়ম ভাঙার সুযোগ সুবিধা নিয়ে যায়।
ড. মো. জিয়াউদ্দিন বলেন, বাংলাদেশ বিএসটিআই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির সক্রিয়তা ও কার্যক্রমের ফলে দেশে ওজন ও পরিমাপ সংক্রান্ত অনেক সমস্যাই সমাধান সম্ভব হয়েছে। তবে শুধু বিএসটিআইর প্রচেষ্টাই যথেষ্ট নয় আমাদের প্রত্যেকের সচেতনতা ও দায়িত্বশীল মনোভাবও জরুরি। প্রত্যেকে নিজের জায়গা থেকে অন্যকে ওজনে কম না দেওয়ার এবং অন্যের কাছ থেকে পণ্য সঠিক পরিমাণে বুঝে নেওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে।
বিএসটিআই চট্টগ্রাম অফিস প্রধান ও উপপরিচালক প্রকৌশলী মো. গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী প্রমুখ।