ফেনীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৯:৫৩
ফেনীতে আজ বিনামূল্যে সার ও বীজ বিতরণ। ছবি : বাসস

ফেনী, ১৫ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার দাগনভূঞা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় আজ কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সার বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা ও মৎস্য কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম।

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মো. আবদুল আহাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালেহ উদ্দিন প্রমুখ সহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠে শীতকালীন আগাম সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৬৫০ কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। বসতবাড়িতে সবজি চাষের জন্য ২৫০ জন কৃষক, বেগুন ১১০ জন, মিষ্টি কুমড়া ১১০ জন, শসা ১১০ জন ও ৭০ জন কৃষকের মধ্যে লাউ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০