ফেনীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৯:৫৩
ফেনীতে আজ বিনামূল্যে সার ও বীজ বিতরণ। ছবি : বাসস

ফেনী, ১৫ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার দাগনভূঞা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় আজ কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সার বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা ও মৎস্য কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম।

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মো. আবদুল আহাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালেহ উদ্দিন প্রমুখ সহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠে শীতকালীন আগাম সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৬৫০ কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে। বসতবাড়িতে সবজি চাষের জন্য ২৫০ জন কৃষক, বেগুন ১১০ জন, মিষ্টি কুমড়া ১১০ জন, শসা ১১০ জন ও ৭০ জন কৃষকের মধ্যে লাউ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০