চট্টগ্রামে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৬:৫৭
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের কর্ণফুলী থানার মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একউসঙ্গে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এই রায় দেন।

দণ্ডিতরা হলেন, কক্সবাজারের টেকনাফের পুরান পল্লান পাড়ার মৃত আশরাফ মিয়ার ছেলে কাভার্ডভ্যান চালক মো.জাহাঙ্গীর (২৬) ও তার সহযোগী উখিয়া থানার বালুখালী ইউনিয়নের সীজারিঘোনা গ্রামের মৃত সৈয়দ আলমের ছেলে মো.আজিজুল হক (২৯)।

আদালত সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবার চালানের খবরের ভিত্তিতে ২০২১ সালের ৮ জুলাই চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং এলাকায় অভিযান চালায় র‌্যাব-৭ এর একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যান রেখে পালিয়ে যাওয়ার সময় চালক জাহাঙ্গীর ও হেল্পার আজিজুলকে গ্রেপ্তার করা হয়।

পরে কাভার্ডভ্যান থেকে ৩৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৭ এর তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জায়েদ ভূঁইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ৯ জানুয়ারি দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২১ জুলাই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

তথ্য নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পিপি মোরশেদুর রহমান চৌধুরী বলেন, সাজাপ্রাপ্ত ওই দুজন জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় একজন নিহত
ইইউ প্রতিরক্ষা পরিকল্পনায় যোগদানের আগ্রহ পুনর্ব্যক্ত করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
সিইসির কাছে নেত্রীদের দাবি: নারীরা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন
মেট্রোরেলের কামালাপুর অংশের নির্মাণ অগ্রগতি ৬৫.৬৮ শতাংশে পৌঁছেছে
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ১০০ ছাড়িয়েছে
ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
বিজিএমইএ এবং আইএমএফ’র মধ্যে বৈঠক অনুষ্ঠিত
১০