মৎস্য উদ্যোক্তাদের জন্য বিএফআরআই-এ পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৭:৪২
ছবি : বাসস

ময়মনসিংহ, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘কারিগরি (যন্ত্র পরিচালনা এবং মাছের খাদ্য প্রণয়ন) প্রশিক্ষণের মাধ্যমে সিবিও সদস্যদের জন্য সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ সকালে ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর সম্মেলন কক্ষে শুরু হয়েছে। 

বাংলাদেশ মৎস্য অধিদপ্তর (ডিওএফ) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে এ প্রশিক্ষণ আয়োজন করছে।  গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) এর অর্থায়নে পরিচালিত  কমিউনিটি-ভিত্তিক জলবায়ু স্থিতিস্থাপক মৎস্য ও জলজ প্রাণী পালন উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। 

দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চল এবং হাওর অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়-ভিত্তিক সংস্থার (সিবিও) মোট ২১ জন অংশগ্রহণকারী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ ২৫ অক্টোবর শেষ হবে।

প্রকল্পের অধীনে মাছের খাদ্য তৈরির মেশিন গ্রহণকারী সিবিও সদস্যদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে ক্ষমতা জোরদার করাই এ প্রশিক্ষণের উদ্দেশ্য। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা স্থানীয়ভাবে প্রাপ্ত উপাদান ব্যবহার করে মেশিন পরিচালনা, সমস্যা সমাধান, রক্ষণাবেক্ষণ এবং টেকসই মাছের খাদ্য তৈরির বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন।

এফএও-এর জাতীয় সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ কিংকার চন্দ্র সাহার পরিচালনায় প্রশিক্ষণের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএফআরআই-এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং কেন্দ্রের প্রধান (মিঠা পানি কেন্দ্র) ড. মো. হারুনুর রশীদ এবং সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শরিফুল ইসলাম।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), মৎস্য বিভাগ এবং বেসরকারি মাছের খাদ্য শিল্পের বিশেষজ্ঞরা এই প্রশিক্ষণ কর্মসূচির সময় তাত্ত্বিক অধিবেশন এবং ব্যবহারিক প্রদর্শনী পরিচালনা করবেন।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের প্রযুক্তিগত দক্ষতা এবং ব্যবসায়িক ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করবে। এর মাধ্যমে তারা দক্ষতার সাথে খাদ্য তৈরির মেশিন পরিচালনা, সারা দেশে জলবায়ু বান্ধব ও টেকসই জলজ চাষ পদ্ধতি অনুশীলন এবং প্রচার করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০