দিনাজপুরে গম ও ভুট্টা উদ্ভাবিত বিষয়ক কর্মশালা 

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৭:৫৩
ছবি : বাসস

দিনাজপুর, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় গম ও ভুট্টা ইনস্টিটিউটে প্রযুক্তি উদ্ভাবিত সমূহের পরিচিতি ও সম্প্রসারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডাব্লিউএমআরআই) সেমিনার রুমে আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রিয়াজ উদ্দিন, তুলা উন্নয়ন বোর্ডর নির্বাহী পরিচালক ড. মে. রেজাউল আমিন, সাবেক অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার সাবেক পরিচালক (প্রশিক্ষণ) মো. বেলাল উদ্দিন। 

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. সালাহ্উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডাব্লিউ এমআরআই'র  পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর উইং) ড. মো. মাহফুজ বাজ্জাজ। স্বাগত বক্তব্য দেন, বিডাব্লিউ এমআরআই'র পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. আব্দুল হাকিম। 

বিডাব্লিউএমআরআই'র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নওরিন ইসলাম তমা এ অনুষ্ঠানের উপস্থাপনা  করেন।

কর্মমালায় জানানো হয়, এ পর্যন্ত বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট গমের ৩৮টি জাত ও হাইব্রিড ভুট্টার ২০টি জাত উদ্ভাবন করেছে। কর্মশালায় গম ও ভুট্টাকে এগিয়ে নিয়ে যেতে যাবতীয় পদক্ষেপ নেয়া হবে বলে এসময় জানানো হয়।

এর আগে কর্মশালায় আগত অতিথিরা বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন।

কর্মমালায় হাবিপ্রবির শিক্ষক, বিভিন্ন জেলা হতে কৃষি সম্প্রসারণ ও গবেষণা সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএসসিতে যুক্ত হচ্ছে ‘এমবি বাংলার প্রগতি’ ও ‘বাংলার নবযাত্রা’
ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতারের তৃতীয় দিনে আরও তিনটি রেকর্ড
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ আরও কঠিন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিচ্ছে: আইসিসিবি 
তৃণমূল খেলোয়াড়দের উৎসাহ দিতে জিয়া ফুটবল টুর্নামেন্ট: শামীম
জমকালো আয়োজনে পর্দা উঠলো কাভা আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশীপের
মাংস আমদানি করে দেশের ক্ষতি চাই না : মৎস্য উপদেষ্টা
পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটেনের রাজা
আসন্ন ফাজিল পরীক্ষায় অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেবে ইআবি  
ফ্রান্সের ল্যুভর জাদুঘরে নিরাপত্তা জোরদারের নির্দেশ মাখোঁর
সুনামগঞ্জে ‘ইসিএ’ ব্যবস্থাপনা কমিটির সভা 
১০