নোয়াখালীতে যুব সংগঠনের মাঝে চেক বিতরণ

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৮:৩৫
আজ নোয়াখালীতে যুব সংগঠনের মাঝে চেক বিতরণ। ছবি : বাসস

নোয়াখালী, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে নোয়াখালী জেলার নির্বাচিত যুব সংগঠনগুলোর অনুকূলে অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

নোয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় জেলার বিভিন্ন উপজেলার নির্বাচিত ২২ টি সংগঠনের মাঝে ১১ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

নোয়াখালী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাজ্জাদ হায়দার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. লিয়াকত আকবর, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, জেলা সমবায় কর্মকর্তা মুরাদ আহাম্মদ।

এ সময় অতিথিবৃন্দ বলেন, বর্তমান সরকার তরুণদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রদত্ত এ অনুদান তরুণ উদ্যোক্তা ও সংগঠনগুলোকে আরও গতিশীল করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। দেশের যেকোনো প্রয়োজনে যুব সংগঠনগুলোকে আমরা পেয়েছি এবং ভবিষ্যতেও পাবো।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত
ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হওয়া আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের বড় অর্জন : শিক্ষা উপদেষ্টা
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১
খুবির সাসটেইনেবিলিটি নেটওয়ার্কের সভাপতি করিনা, সম্পাদক সুমিত
রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ 
জুলাই সনদ নিয়ে সরকারের প্রতি 'সতর্ক পদক্ষেপ গ্রহণের’ আহ্বান বিএনপির
ভারতের মোদি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ভুটান সফর করছেন
বাগেরহাটে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক সভা
বরগুনায় বিএনপিতে যোগদান ৫ শতাধিক হিন্দু সম্প্রদায়ের
২০৩৪ সালের মধ্যে দাঁতের ফিলিংয়ে পারদ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত 
১০