নোয়াখালী, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নোয়াখালীর হাতিয়ায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ। এ সময় ৫টি ট্রলারসহ ৪৬ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে প্রায় ২ টন ইলিশ।
আজ মঙ্গলবার দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন। আটকৃকত জেলেদের মধ্যে ৫ জনকে ১৫ দিন করে কারাদণ্ড ও বাকি ৪১ জনকে মোট ১ লাখ ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এর আগে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বঙ্গোপসাগরের ভাসানচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে সহযোগিতা করে নৌ-পুলিশের একটি দল।
হাতিয়া ইউএনও মো. আলাউদ্দিন জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।