রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৮:৫৫
আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত। ছবি : বাসস

রাজশাহী, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ মঙ্গলবার বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাবি প্রশাসন একটি র‌্যালি বের করে, র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে এসে শেষ হয়। এরপর পরিসংখ্যান বিভাগের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

‘সবার জন্য গুণগত পরিসংখ্যান এবং তথ্য’ শীর্ষক প্রতিপাদ্যে এবার দিনটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ, কার্যকর নীতি উন্নয়ন এবং টেকসই অগ্রগতিতে নির্ভরযোগ্য, উচ্চমানের তথ্যের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।

রাবি উপাচার্য (ভিসি) অধ্যাপক সালেহ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে আলোচনায় বক্তব্য রাখেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন ও অধ্যাপক ফরিদ উদ্দিন খান। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম সভায় সভাপতিত্ব করেন।

অধ্যাপক মনসুর রহমান, অধ্যাপক আমিনুল হক, অধ্যাপক সাবিরুজ্জামান ও অধ্যাপক ফারহানা হাসান বক্তব্য রাখেন এবং এ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

ভিসি অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি এবং প্রাকৃতিক দুর্যোগসহ বিদ্যমান সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক উন্নয়ন পরিকল্পনা অনুসরণের জন্য ত্রুটিহীন তথ্য খুবই গুরুত্বপূর্ণ।

কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের এগিয়ে আসা উচিত এবং জাতি গঠনের বিষয়ে সঠিক পরিসংখ্যান এবং তথ্য সংগ্রহ ও সরবরাহ করার জন্য একসঙ্গে কাজ করা উচিত বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, পরিসংখ্যান ছাড়া কোনো জাতিই উন্নত হতে পারে না। কারণ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়ন নির্ভর করে পরিসংখ্যানের ওপর। সঠিক পরিসংখ্যান একটি উন্নত জীবনের ভিত্তি তৈরি করে, যেখানে ভুল পরিসংখ্যান ধ্বংসের কারণ হতে পারে।

তবে তিনি জোর দিয়ে বলেন, ত্রুটিহীন পরিসংখ্যান সঠিক পরিকল্পনায় অগ্রণী ভূমিকা পালন করতে পারে এবং কার্যকর পরিকল্পনা প্রণয়নের জন্য গুণগত পরিসংখ্যানের মাধ্যমে প্রাপ্ত তথ্যের বিকল্প নেই।

তিনি আশা করেন, আদমশুমারি এবং অন্যান্য চলমান জরিপ কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিরা এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

তিনি আরো বলেন, তথ্য ও ফলাফলের গ্রহণযোগ্যতা মূলত পরিসংখ্যানবিদদের দক্ষতার ওপর নির্ভর করে।

পরিসংখ্যানের গুরুত্ব উল্লেখ করে ভিসি বলেন, তথ্য ও ফলাফল হলো পরিকল্পনার মূল উপাদান, যা সঠিক পরিসংখ্যান ছাড়া পূরণ করা সম্ভব নয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০