রংপুর, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার সঙ্গে তারিখ মিলে যাওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর সমাবর্তনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কয়েকটি জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর প্রথম সমাবর্তন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে’ - এমন সংবাদ প্রকাশের পর বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
এ প্রসঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে আগামী ২০২৬ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের ২০ ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারিত থাকলেও ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা অঙ্গনে এই অনুষ্ঠানটি হবে এক ঐতিহাসিক মাইলফলক।