খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী 

বাসস
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ২০:১৭
ছবি: বাসস

খুলনা, ২১ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে চারদিন ব্যাপী বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।

আজ মঙ্গলবার চারুকলা স্কুলের আঙিনা’য় এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন-এর প্রধান ড. মো. তরিকত ইসলামের সভাপতিতে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নূরুন্নবী। 

আরও বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত ও ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব-ই-খুদা।

অনুষ্ঠানের শুরুতে বাঁশি বাজিয়ে মনোমুগ্ধকর আবহ সৃষ্টি করেন ডিসিপ্লিনের অ্যালামনাই তপু দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের ‘২৫ ব্যাচের শিক্ষার্থী অর্পণ রায় ও ফারিহা তাসনিম।

অনুষ্ঠানে ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের শিক্ষার্থী মো. সাইফুল্লাহ আবিরকে ‘শিল্পী শশিভূষণ পাল গ্র্যান্ড অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এছাড়া ডিসিপ্লিনের ব্যাচেলর ও মাস্টার্স প্রতিটি সেমিস্টার থেকে দুইজন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

পরে উপাচার্য শিল্পী শশিভূষণ পাল আর্ট গ্যালারিতে ফিতা কেটে ৪ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরে অতিথিরা প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো ঘুরে দেখেন। 

এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এবারের প্রদর্শনীতে ৯৫ জন শিক্ষার্থীর ১২০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এ প্রদর্শনী আগামী ২৪ অক্টোবর পর্যন্ত  প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের এএসপি পদে ৮০ কর্মকর্তার পদোন্নতি
শিক্ষা ব্যবস্থার পূর্ণ জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিব
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আইএফআরএস ৯ সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান আইসিএবির
ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪
জবি’র ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা : বর্ষাসহ তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
উদ্যোক্তা সৃষ্টির জন্য জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন : মির্জা ফখরুল
কয়রা-পাইকগাছায় ১২ প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে সাংবাদিক আনোয়ার আলদীন 
এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক
বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা
১০