খুলনায় বিএনপি’র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৩:০৫
গতকাল মঙ্গলবার মহানগর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে বর্ণাঢ্য প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

খুলনা, ২২ অক্টোবর ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে বর্ণাঢ্য প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল  মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর শহীদ হাদিস পার্ক থেকে শুরু হওয়া এই মিছিল শহরের প্রধান সড়ক-যশোর রোড, খানজাহান আলী রোড প্রদক্ষিণ করে রয়্যাল মোড়ে এক পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।

মহানগর বিএনপির সভাপতি বলেন, মহানগর বিএনপি আজ আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। আমাদের লক্ষ্য একটাই-তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। যারা দলের চেয়ে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করেন, তাদের জন্য বিএনপিতে কোনো জায়গা নেই।

সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমানের ৩১ দফা হচ্ছে গণমানুষের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতের এই আন্দোলনে খুলনার জনগণ অগ্রণী ভূমিকা রাখবে। যারা ৫ আগস্টের আগে কোনো আন্দোলনে ছিলেন না, পুলিশ ও পতিত সরকারের সাথে লিয়াজো করে চলেছেন-তাদের ব্যাপারে নেতাকর্মীদের আরো বেশি সতর্ক থাকতে হবে। বিএনপি যাকে ধানের শীষের মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

পথ সভায় নেতারা দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান,ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি ৩১ দফার বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জাসাস, মহিলা দল, তাঁতীদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ১২.৫৩ কোটি পাঠ্যবই সরবরাহ করবে সরকার
ভালো নির্বাচন না হলে নিন্দিত জাতিতে পরিণত হব: ইসি মাছউদ
বিএনপি’র ৩১ দফা বাস্তাবায়নে হবিগঞ্জে লিফলেট ও টি-শার্ট বিতরণ
সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৭
খার্তুম বিমানবন্দর লক্ষ্য করে আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা
জেলেনস্কি ‘অস্ত্র রফতানি’ ঘোষণার জন্য সুইডেন সফর করবেন
টাঙ্গাইলে নিরাপদ সড়ক দিবসে পথচারীদের মাঝে হেলমেট বিতরণ
ঝালকাঠিতে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা 
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির
নোয়াখালীতে অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার
১০