নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৩:৪০ আপডেট: : ২২ অক্টোবর ২০২৫, ১৩:৪৬
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা ও পৌর শাখার উদ্যোগের বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। ছবি : বাসস

নরসিংদী, ২২ অক্টোবর, ২০২৫(বাসস) : ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার মাধবদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালন করা হয়েছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা ও পৌর শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাইন ওকে মার্কেটের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ কর্মসূচিতে নিরাপদ সড়ক চাই মাধবদী থানা শাখার সভাপতি শাওন খন্দকার শাহিনের সঞ্চালনায় অংশ নেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার মো. মফিজুল ইসলাম, মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকার, মাধবদী ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রায়হান, মাধবদীতে দায়িত্বরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) সালাউদ্দিন আহমেদ, মাধবদী থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) ওমর কাইয়ুম, বিএনপি নেতা কাজী ওয়াসিম, নিসচার উপদেষ্টা হাজী আহসান হাবীব রোমান, সহসভাপতি কাজী মেহবুব ইয়াসিন সৃজন, সাধারণ সম্পাদক মোস্তাকিম হোসেন, পৌরসভা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক ডা. লুৎফুর রহমানসহ নিসচার অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশন ও মনিং সান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপস্থিত নেতৃবৃন্দ প্রথমে জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তির জন্য দোয়া করেন।

বক্তারা বলেন, ‘নিরাপদ সড়ক চাই’ এখন সবার দাবি। এ দাবির প্রেক্ষিতে সরকার প্রতি বছরের ন্যায় এ বছরও ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালন করছে, যা নবমবারের মতো উদযাপিত হচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন, সড়কে দুর্ঘটনা শুধু চালকদের কারণে ঘটে না, বিভিন্ন সড়ক ও মহাসড়কের খানাখন্দ সংস্কার না করার কারণেও অনেক দুর্ঘটনা ঘটে।

এসময় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পৃথক ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নিসচার নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন স্থগিত
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, নিরপেক্ষ ভূমিকা চেয়েছে : আইন উপদেষ্টা
জলবায়ু সংকট মোকাবেলায় সাতক্ষীরায় প্রশিক্ষণ কর্মশালা
নড়াইলে নিরাপদ সড়ক দিবস পালিত
নিরপেক্ষতাই নির্বাচনের পূর্বশর্ত: খসরু
ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব : দাবায় নতুন চ্যাম্পিয়ন রাশেদুর রহমান
প্রাচীন ও বর্তমান কৃষি সংশ্লিষ্ট ইতিহাসে সমৃদ্ধ বাকৃবির কৃষি জাদুঘর
টাঙ্গাইলে মিষ্টির দোকানকে ১ লাখ টাকা জরিমানা
গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ইসরাইলে বৃটিশ সেনা মোতায়েন
রংপুরে আরও ৯ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ শনাক্ত
১০