রংপুরে যাত্রীবাহী বাস চাপায় ইজিবাইক চালক নিহত

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৪:১৬
ছবি : বাসস

রংপুর, ২২ অক্টোবর, ২০২৫ ( বাসস) : জেলার  তারাগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মোতালেব হোসেন (৩৫) নামে এক ইজিবাইকের চালক নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ইকরচালী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোতালেব নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী ভাই ভাই পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ইকরচালী বাসস্ট্যান্ডে এসে হঠাৎ উল্টো পথে ঢুকে পড়ে। এ সময় মহাসড়কের বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটিকে চাপা দিয়ে সড়কের পাশে দোকানের সামনে থাকা পিলারে আটকে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মোতালেব হোসেন মারা যান।

প্রত্যক্ষদর্শী হোটেল ব্যবসায়ী আতিয়ার রহমান বলেন, আমার দোকানের সামনেই এই ঘটনা ঘটেছে। সকালে দোকান খুলছি এসময় হঠাৎ দেখি বাসটা বাম থেকে ডান দিকের লেনে হাই স্পিডে ঢুকে যায়। ফলে ডান দিক থেকে আসা ইজিবাইকটি নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইকের চালক মারা যায়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি  বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইক চালক মোতালেব হোসেনের মরদেহ উদ্ধার করেছি। দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক ও বাস জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
১০