ঝালকাঠি, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন ও প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদারকরণে স্থানীয় প্রশাসন ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসনের সহযোগিতায় ঝালকাঠি সচেতন নাগরিক কমিটি (সনাক) এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি সত্যবান সেন গুপ্ত। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির কো-অর্ডিনেটর (সিভিক এনগেজমেন্ট) কাজী শফিকুর রহমান। কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন টিআইবির ক্লাস্টার কো-অর্ডিনেটর (সিভিক এনগেজমেন্ট) মো. ফিরোজ উদ্দিন।
আলোচনায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসনের অভাব উন্নয়ন প্রক্রিয়াকে ব্যাহত করে এবং জনগণের অংশগ্রহণ ও সেবার মান হ্রাস করে। তাই স্থানীয় পর্যায়ে প্রশাসন ও সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
কর্মশালায় আলোচ্য বিষয় ছিল, সুশাসন ও এর উপাদান, সুশাসন ও শুদ্ধাচার, প্রাতিষ্ঠানিক সুশাসনের অভাব ও করণীয়, প্রাতিষ্ঠানিক সুশাসনের টুলসসমূহ, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে গৃহীত পদক্ষেপ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে চ্যালেঞ্জ ও তার উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা।
দিনব্যাপী এই কর্মশালায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সমাজসেবা ও অন্যান্য দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।