চট্টগ্রামে পুলিশকে আহত করে পালানো আসামীসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৬:২৭

চট্টগ্রাম, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পুলিশকে আহত করে পালিয়ে যাওয়া আসামী ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। 

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে পালিয়ে যাওয়া ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ (২৯) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। 

পাঁচলাইশ থানার একটি টিম তাদেরকে আটক করে। 

এর আগে, গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের পাহারা ভেঙে পালিয়ে যায় আকাশ। 

এ সময় আকাশ পাহারার দায়িত্বে থাকা এক কনস্টেবলকে আহত করে। 

এরপর চট্টগ্রাম নগর পুলিশের একাধিক টিম এই ছিনতাইকারীকে ধরতে মাঠে নামে। 

আজ সকালেই অভিযান চালিয়ে দুই সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দর অফিসার্স কলোনি গেটের সামনে প্রধান সড়কে ইমাম হোসেন আকাশ ও তার দুই সহযোগী এক চীনা নাগরিকের ওপর হামলা চালায়। 

তারা ভুক্তভোগীর হাঁটুর নিচে ছুরি দিয়ে আঘাত করে এবং তার কাছ থেকে একটি আইফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। 

এ সময় উপস্থিত পথচারীরা ছিনতাইকারী আকাশকে ধরে ফেলে ও তাকে পিটুনি দেয়। 

পরে গুরুতর আহত অবস্থায় ওই ছিনতাইকারী ও বিদেশি নাগরিককে চমকে হাসপাতালে পাঠায় পুলিশ। 

সেখানে পাহারারত অবস্থায় এক পুলিশকে আহত করে পালিয়ে যায় আকাশ। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০