চট্টগ্রামে পুলিশকে আহত করে পালানো আসামীসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৬:২৭

চট্টগ্রাম, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পুলিশকে আহত করে পালিয়ে যাওয়া আসামী ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। 

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে পালিয়ে যাওয়া ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ (২৯) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। 

পাঁচলাইশ থানার একটি টিম তাদেরকে আটক করে। 

এর আগে, গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের পাহারা ভেঙে পালিয়ে যায় আকাশ। 

এ সময় আকাশ পাহারার দায়িত্বে থাকা এক কনস্টেবলকে আহত করে। 

এরপর চট্টগ্রাম নগর পুলিশের একাধিক টিম এই ছিনতাইকারীকে ধরতে মাঠে নামে। 

আজ সকালেই অভিযান চালিয়ে দুই সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দর অফিসার্স কলোনি গেটের সামনে প্রধান সড়কে ইমাম হোসেন আকাশ ও তার দুই সহযোগী এক চীনা নাগরিকের ওপর হামলা চালায়। 

তারা ভুক্তভোগীর হাঁটুর নিচে ছুরি দিয়ে আঘাত করে এবং তার কাছ থেকে একটি আইফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। 

এ সময় উপস্থিত পথচারীরা ছিনতাইকারী আকাশকে ধরে ফেলে ও তাকে পিটুনি দেয়। 

পরে গুরুতর আহত অবস্থায় ওই ছিনতাইকারী ও বিদেশি নাগরিককে চমকে হাসপাতালে পাঠায় পুলিশ। 

সেখানে পাহারারত অবস্থায় এক পুলিশকে আহত করে পালিয়ে যায় আকাশ। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
১০