চামড়া শিল্পে দক্ষ জনবল গড়তে ঢাবিতে বিশেষ প্রশিক্ষণ

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৮:১২

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : দেশের চামড়া প্রক্রিয়াকরণ প্রযুক্তিখাতে যোগ্য ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে শুরু হচ্ছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ-বিভাগের অধীনে শিল্পখাতে প্রতিযোগিতা ও উদ্ভাবন বৃদ্ধির জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি (এসআইসিআইপি)-এর সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হবে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘চামড়াখাতে দক্ষ জনবল উন্নয়ন এবং শিল্প প্রতিযোগিতা বৃদ্ধি’ শীর্ষক এই প্রোগ্রাম পরিচালনার লক্ষ্যে লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং এসআইসিআইপি’র মধ্যে ইতোমধ্যেই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল চামড়া শিল্পে বিশ্বমানের পেশাদার জনশক্তি তৈরি করা সম্ভব হবে। যা দেশের অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রকৌশলী, ব্যবস্থাপক, সুপারভাইজার, টেকনিশিয়ানসহ চামড়া শিল্পখাতের সঙ্গে জড়িত বিভিন্ন পেশাজীবী এবং এই শিল্পে ক্যারিয়ার গড়তে আগ্রহী নতুন শিক্ষার্থীরা প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নিতে পারবেন।

এই প্রোগ্রামের আওতায় চারটি প্রশিক্ষণ কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। কোর্সগুলো হলো- পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লেদার টেকনোলজি, এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স অন কমপ্লিয়েন্স এন্ড সাসটেইনেবিলিটি ফর লেদার সেক্টর, এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স অন অটোমেশন এন্ড এআই ফর ডিজাইন এবং এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স অন লিন ম্যানুফ্যাকচারিং এন্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স।

পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লেদার টেকনোলজি কোর্সটির মাধ্যমে শিক্ষার্থীরা চামড়া প্রযুক্তি ক্ষেত্রে যুগোপযোগী ও টেকসই জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারবে। এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স অন কমপ্লিয়েন্স এন্ড সাসটেইনেবিলিটি ফর লেদার সেক্টর কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা চামড়া শিল্পে জাতীয় ও আন্তর্জাতিক কমপ্লায়েন্স এবং পরিবেশবান্ধব টেকসই উন্নয়নের মান বজায় রাখার বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে। এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স অন অটোমেশন এন্ড এআই ফর ডিজাইন কোর্সটি চামড়া শিল্পের বিভিন্ন পণ্যের ডিজাইন ও উৎপাদনে সর্বাধুনিক অটোমেশন এবং কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি করবে। এ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স অন লিন ম্যানুফ্যাকচারিং এন্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স কোর্সটি প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জন, লিন ম্যানুফ্যাকচারিং, অপচয় রোধ এবং পণ্যের গুণগত মান নিশ্চিত করণে ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
১০