সাবেক শিক্ষামন্ত্রী এস এম আমজাদ হোসেনের স্মরণসভা

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৮:৩৩
ছবি : বাসস

খুলনা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস): খুলনায় ভাষা সৈনিক ও সাবেক শিক্ষামন্ত্রী এস এম আমজাদ হোসেন স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার দুপুর ২টায় খুলনা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।

সভায় বক্তারা বলেন, এস এম আমজাদ হোসেন শুধু একজন শিক্ষামন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন দেশের শিক্ষাব্যবস্থা উন্নয়নের অন্যতম রূপকার। অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠিত ও জাতীয়করণ করেছেন। এছাড়া একজন সৎ, আদর্শ ও নীতিবান আইনজীবী হিসেবে তিনি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন। তার আদর্শ ধারণ করা গেলে দেশের উন্নয়নে নিজেকে একজন সৈনিক হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।

সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি এবং খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। 

জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক মো. আব্দুল্লাহ হোসেন বাচ্চুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমিন সিদ্দিকী, পিপি অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার, মোল্লা মাসুম রশিদ, এম মঞ্জুর আহমেদ, শেখ মাসুদ হোসেন রনি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মালেক। 

আলোচনা সভা পরিচালনা করেন সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট শেখ নুরুল হাসান রুবা। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আইনজীবী সমিতির সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০