আসন্ন ফাজিল পরীক্ষায় অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেবে ইআবি  

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৮:৫৫

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস): আসন্ন ফাজিল (পাস) পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। নকলমুক্ত ও উপযুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হবে। এই পরীক্ষায় যেকোনো অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে আগামী ২৫ অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য ফাজিল (পাস) পরীক্ষা-২০২৪ সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ বুধবার সকালে ‘পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও করণীয় শীর্ষক’ মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উদ্যোগে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু ও মানসম্মত পরীক্ষা আয়োজন করা, যা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বজায় রাখবে। সেক্ষেত্রে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরিচালিত হয়, সেই বিষয়ে কেন্দ্র পরিদর্শনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ কঠোর নজরদারি বজায় রাখবেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম, প্রো-ভাইস চ্যান্সেল প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ. এস. এম. মামুনুর রহমান খলিলী ও রেজিস্ট্রার মো. আইউব হোসেন উপস্থিত ছিলেন। 

সভায় কেন্দ্র পরিদর্শনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।

সভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বলেন, ফাজিল পরীক্ষা আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুধু শিক্ষার্থীদের জ্ঞান যাচাইয়ের মাধ্যমই নয় বরং নৈতিকতা, সততা ও দায়িত্ববোধের প্রতিফলন। 

পরীক্ষায় কোনো অনিয়ম, গাফিলতি বা শিথিলতার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষা কার্যক্রম পরিচালনায় প্রযুক্তিনির্ভর মনিটরিং, কেন্দ্র ব্যবস্থাপনা ও তদারকিতে আধুনিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। 

এর মাধ্যমে প্রশ্নপত্র নিরাপত্তা, সময়নিষ্ঠতা ও পরীক্ষার সার্বিক শৃঙ্খলা আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরো বলেন, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ প্রত্যেকে যদি নিজের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেন  তাহলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।

এ সময় উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা ও নিষ্ঠা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
১০