রাজশাহী শিক্ষোবোর্ডের শতভাগ ফেল করা কলেজে যাচ্ছে সতর্কীকরণ চিঠি

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১২:৪২

রাজশাহী, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজশাহী উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে অংশ নেওয়া এইচএসসি পরীক্ষায় ৩৫টি কলেজের কেউ পাস করতে পারেনি।শতভাগ ফেল করা ৩৫টি কলেজে যাচ্ছে সতর্কীকরণ চিঠি। 
 

এসব কলেজের ২২৬ পরীক্ষার্থীর সবাই ফেল করেছেন।  যদিও কলেজগুলো থেকে গড়ে ১৫ জন শিক্ষক থাকলেও কোন কোনটিতে মাত্র একজন বা দুজন পরীক্ষার্থী ছিল।  কলেজগুলোতে নিয়মিত ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা ঠিকমত কলেজে আসে না।  এসব কলেজে ফেল করার কারণ ও আগামী বছর ভালো করতে পারবে কিনা এমন সতর্কীকরণ চিঠি পাঠানো হবে।  তারপরও যদি পাশ করতে  না পারে তাহলে সেই কলেজগুলো প্রক্রিয়া অনুসরণ করে পাঠদান বন্ধের উদ্যোগ নেওয়া হবে।

রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবছর নাটোরে সবচেয়ে বেশি ১১টি কলেজের শিক্ষার্থী শতভাগ ফেল করেছে। রাজশাহী, সিরাজগঞ্জ ও নওগাঁয় ৫টি করে, পাবনা ও জয়পুরহাটে ৩টি করে, বগুড়ায় ২টি এবং চাঁপাইনবাবগঞ্জে ১টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব কলেজের মধ্যে ৬টিতে মাত্র একজন এবং ১২টিতে দুইজন পরীক্ষার্থী ছিল। বেশিরভাগ কলেজই এমপিওভুক্ত নয়।

আরো জানা গেছে,  রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছী কলেজের ১৫ জন শিক্ষক রয়েছেন। এই কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় চারজন অংশ নিয়েছিল। তারা সবাই ফেল করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী জানান, ক্লাস হচ্ছে কি না তা দেখতে তিনি কলেজে এসেছেন। তার ভাষায়, ‘বেশিরভাগ দিন কলেজে কোনো ক্লাস হয় না। শিক্ষকও আসেন না, ছাত্রও না।’ একই চিত্র পবার বায়া স্কুল অ্যান্ড কলেজেও। সেখানে শিক্ষক ১৮ জন, পরীক্ষার্থী ছিলেন ৩৬ জন।তারা  সকলেই ফেল করেছেন।

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম. মোফাখখারুল ইসলাম বলেন, শতভাগ ফেল করা কলেজে ফেল করার কারণ ও আগামী বছরে পাশ করতে পারবে কিনা এমন চিঠি পাঠানো হবে।  তারপরও যদি না পারে তাহলে সেই কলেজগুলো প্রক্রিয়া অনুসরণ করে পাঠদান বন্ধের উদ্যোগ নেওয়া হবে।  আমরা তাদের একটি সুযোগ দিতে চাই।  দ্রুত এ কার্যক্রম শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০