বাগেরহাটে অবৈধ ইটভাটায় অভিযান

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৩:১৮
বাগেরহাটে অবৈধ ইটভাটায় অভিযান। ছবি : বাসস

বাগেরহাট, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার মোল্লাহাট থানার মেসার্স মানিক ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় ইটভাটার কিলন ভেঙ্গে দেওয়া হয়।

গতকাল বুধবার দুপুরে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ মমতাজ বেগমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর এ অভিযান চালায়।

অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমানের উদ্যোগে অভিযানে জেলা পুলিশ ও মোল্লাহাট থানা পুলিশ সহযোগিতা করে।  

আসাদুর রহমান বাসসকে জানান, ইটভাটাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। ভাটার চতুর্দিকে ১ কিলোমিটার দূরত্বের মধ্যে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে। আগেও একাধিকবার ওই ইটভাটার কার্যক্রম বন্ধ করার নোটিশ প্রদান করা হয়।

তিনি জানান, গত ৫ ফেব্রুয়ারি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ভাটা থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ইটভাটা বন্ধ করার জন্য মুচলেকা নেওয়া হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী ইটভাটার চিমনি ভেঙে দিলেও মালিকপক্ষ পুনরায় চিমনি নির্মাণ করে। 

অভিযানে বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন ও নমুনা সংগ্রহকারী বিকাশ বিশ্বাস উপস্থিত ছিলেন। তারা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০