বাগেরহাটে অবৈধ ইটভাটায় অভিযান

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৩:১৮
বাগেরহাটে অবৈধ ইটভাটায় অভিযান। ছবি : বাসস

বাগেরহাট, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার মোল্লাহাট থানার মেসার্স মানিক ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় ইটভাটার কিলন ভেঙ্গে দেওয়া হয়।

গতকাল বুধবার দুপুরে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ মমতাজ বেগমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর এ অভিযান চালায়।

অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আসাদুর রহমানের উদ্যোগে অভিযানে জেলা পুলিশ ও মোল্লাহাট থানা পুলিশ সহযোগিতা করে।  

আসাদুর রহমান বাসসকে জানান, ইটভাটাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। ভাটার চতুর্দিকে ১ কিলোমিটার দূরত্বের মধ্যে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে। আগেও একাধিকবার ওই ইটভাটার কার্যক্রম বন্ধ করার নোটিশ প্রদান করা হয়।

তিনি জানান, গত ৫ ফেব্রুয়ারি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ভাটা থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ইটভাটা বন্ধ করার জন্য মুচলেকা নেওয়া হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী ইটভাটার চিমনি ভেঙে দিলেও মালিকপক্ষ পুনরায় চিমনি নির্মাণ করে। 

অভিযানে বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন ও নমুনা সংগ্রহকারী বিকাশ বিশ্বাস উপস্থিত ছিলেন। তারা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ থেকে কাঁঠাল-পেয়ারা আমদানিতে আগ্রহী চীন
মালয়েশিয়ায় ট্রাম্প-লুলার বৈঠক নিয়ে আলোচনা চলছে
চীনা ফেন্টানাইল পাচারকারী প্রধান হোতাকে গ্রেপ্তার করেছে কিউবা
বৃষ্টিতে পরিত্যক্ত তৃতীয় টি-টোয়েন্টি; সিরিজ জিতল ইংল্যান্ড
নাইজেরিয়ার পার্লামেন্ট সাহায্য ব্যয়ের তদন্ত করছে
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ড্র
পোপের সঙ্গে প্রার্থনা করে ইতিহাস গড়তে যাচ্ছেন ব্রিটেনের রাজা
নরসিংদীতে বিএনপি নেতার ছাতা বিতরণ
আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ব্যবধানে জিতল জিম্বাবুয়ে
মুন্সীগঞ্জে হত্যা মামলায় শহর ছাত্রলীগের নেতা সাজ্জাত গ্রেফতার
১০