পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৩:২৫

চট্টগ্রাম (দক্ষিণ), ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার পটিয়ায় বালুবাহী পিকাআপে থাকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইকবাল নামের আরো একজন আহত হয়েছে।

গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুজাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন,কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ওস্তাদ পাড়া এলাকার বাচা মিয়ার ছেলে মো. মিনহাজ (২২) ও খরনা ইউনিয়নে রং মিস্ত্রি মিন্টুর ছেলে মো. ফাহিম (১৬)।

জানা গেছে, মুজাফরাবাদ এলাকার মৃত রমিজ আহমদের ঘরের জন্য বালু নিয়ে যায় একটি পিকআপ। রাত পৌনে ৯টার দিকে পিকাআপের সঙ্গে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে দুই শ্রমিকের শরীরে পড়ে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা যায়। পরে বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ করে দুইজনের লাশ উদ্ধার করা হয়।

কচুয়াই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম জানান, বালুবাহী একটি পিকআপের সঙ্গে লেগে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পিকাআপে থাকা দুই শ্রমিকের গায়ে লাগে। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ থেকে কাঁঠাল-পেয়ারা আমদানিতে আগ্রহী চীন
মালয়েশিয়ায় ট্রাম্প-লুলার বৈঠক নিয়ে আলোচনা চলছে
চীনা ফেন্টানাইল পাচারকারী প্রধান হোতাকে গ্রেপ্তার করেছে কিউবা
বৃষ্টিতে পরিত্যক্ত তৃতীয় টি-টোয়েন্টি; সিরিজ জিতল ইংল্যান্ড
নাইজেরিয়ার পার্লামেন্ট সাহায্য ব্যয়ের তদন্ত করছে
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ড্র
পোপের সঙ্গে প্রার্থনা করে ইতিহাস গড়তে যাচ্ছেন ব্রিটেনের রাজা
নরসিংদীতে বিএনপি নেতার ছাতা বিতরণ
আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ব্যবধানে জিতল জিম্বাবুয়ে
মুন্সীগঞ্জে হত্যা মামলায় শহর ছাত্রলীগের নেতা সাজ্জাত গ্রেফতার
১০