পটুয়াখালী, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরের একটি বরফ কলের পাইপ লিকেজ হয়ে এ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে ২০ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত ২টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরের গাজী আইস প্ল্যান্ট বরফ কলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৫ জন জেলেকে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সুজা উদ্দিন (৫০), মো. ফিরোজ (৪০), দুলাল হোসেন (৩০), ইসমাইল হোসেন (৫০) ও মো. আপন (২৫)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ বরফকলের বাইরের একটি পাইপে লিকেজ হয়ে মুহূর্তেই পুরো এলাকায় গ্যাসের উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পরে। এতে বরফকলের আশেপাশে থাকা অনেকের শ্বাসকষ্ট শুরু হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বরফকলের মধ্যে আটকে থাকা গুরুতর আহত ৫ জেলেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করান।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কলাপাড়ার ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবুল হোসেন বলেন, ‘অ্যামোনিয়া গ্যাস বাতাসে ছড়িয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে দ্রুত আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী জানান, আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। আশা করি, তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবেন।