খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ২৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রনয়ণ করা হচ্ছে : কৃষি সচিব

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৫:২৪ আপডেট: : ২৩ অক্টোবর ২০২৫, ১৫:৩৫
কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। ফাইল ছবি

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত, টেকসই ও লাভজনক উৎপাদন ব্যবস্থা, প্রযুক্তি নির্ভর এবং বাণিজ্যিক করতে ২৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রনয়ণ করা হচ্ছে। 

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, কৃষি খাতকে ২০৫০ সালে আরও উন্নত ও স্বনির্ভর করতে এ বছর ডিসেম্বরের মধ্যে পরিকল্পনা উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। 

রাজধানীর ফার্মগেটে আজ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

কৃষি খাতকে উন্নত করতে ঢাকা ও ময়মনসিংহ দুটি অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কৃষি সচিব বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনে ১৭টি দপ্তর রয়েছে। এখানকার সংশ্লিষ্ট সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে। 

ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান আরো বলেন, আমাদের সুপরিকল্পিত লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। আমাদের কাজ হবে কৃষি খাতকে আরও উন্নত করা। কৃষিখাতে অনেক উন্নত হয়েছে এ খাতকে আরও উন্নত করতে কাজ করতে হবে। 

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)’র প্রতিনিধি ড. জিয়াওকুন শি। 

উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইজিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে
ইসরাইল পশ্চিম তীর সংযুক্ত করবে না : মার্কিন ভাইস প্রেসিডেন্ট
রাজশাহীর শিমুল মেমোরিয়ালে বিজ্ঞান মেলা শুরু
চট্রগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৮টি কারখানা পুনরায় চালু
চবিতে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
চট্টগ্রামের মিরসরাইয়ে সাড়ে ১৯ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
৫ দিনের রিমান্ডে ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম
ইউক্রেনে রাশিয়ার হামলায় উদ্ধারকর্মী নিহত, সিনাগগ ক্ষতিগ্রস্ত
১০