ঝালকাঠিতে আনসারদের মৌলিক প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৬:০৪
ঝালকাঠিতে আনসারদের মৌলিক প্রশিক্ষণ শুরু। ছবি: বাসস

ঝালকাঠি, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার উপজেলা ভিত্তিক আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কর্মসূচিতে 'কমিউনিটি এলার্ট মেকানিজমের মাধ্যমে সমাজের অপরাধ ও অপকর্ম প্রতিহত করার কৌশল' বিষয়ে  কর্মশালা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে  প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।

জেলা আনসার অ্যাডজুটেন্ট প্রদিপ চন্দ্র দত্ত জানান, ১৪ দিনব্যাপী এই মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি  আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে। এতে জেলার বিভিন্ন উপজেলার আনসার প্লাটুনভুক্ত মোট ৬০ জন সদস্য অংশ নিচ্ছেন।

‎প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি এলার্ট ব্যবস্থার কার্যকর প্রয়োগ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

জেলা প্রশাসক বলেন, আনসার সদস্যরা দেশের নিরাপত্তা ও সমাজের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাদের দায়িত্ব আরও বৃদ্ধি পেয়েছে। তাই প্রত্যেক সদস্যকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

প্রশিক্ষণের অংশ হিসেবে সদস্যদের নিয়মিত অস্ত্রচালনা, শারীরিক সক্ষমতা ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। অপরাধ দমন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘কমিউনিটি এলার্ট মেকানিজম’ নিয়ে এই মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় চোরাচালান পণ্যসহ একজন আটক
সাতক্ষীরায় পুষ্টি ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত
কিছু রাজনৈতিক দল নির্বাচন সঠিক সময়ে হওয়ার পথ আটকে দেওয়ার চেষ্টা করছে : ফখরুল
রংপুরে হিমাগারের নৈশপ্রহরীকে বেঁধে মালামাল লুট
নাচোলে সুধীজনদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়
অক্টোবরের ২২ দিনে রেমিট্যান্স প্রবাহ ৭.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
৫০০ বছরের ইতিহাসে গৌরবময় সোনামসজিদ : দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া
পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৮৬ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও হাইড্রোলিক হর্ন জব্দ
রোগীদের সুস্থতায় চিকিৎসকদের পরম আনন্দ : চসিক মেয়র
১০