যশোরে পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৬:০২
বৃহস্পতিবার যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পানি সম্পদ ব্যবস্থাপনা সমস্যার স্থায়ী সমাধান বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

যশোর, ২৩ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলায় পানি সম্পদ ব্যবস্থাপনা সমস্যার স্থায়ী সমাধান বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

নেদারল্যান্ডভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। তিনি বলেন ‘পরিকল্পনা ও কার্যক্রমে সমন্বয়ের মাধ্যমে যশোরের পানি সম্পদ ব্যবস্থাপনা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব’।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, একই সংস্থার ম্যানেজার কৃষিবিদ ড. নাজমুন নাহার।

সভায় বক্তারা অভিমত ব্যক্ত করে বলেন, সরকারি সংস্থা ও বেসরকারি উন্নয়ন সহযোগী এবং আন্তর্জাতিক মহলের একাধিক উদ্যোগ থাকার পরও যশোরের জলাবদ্ধতা ও পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বারবার ব্যর্থ হচ্ছে। এর মূল কারণ হিসেবে পরিকল্পনা ও কার্যক্রমে সমন্বয়ের অভাবকে চিহ্নিত করেন। তারা আরও বলেন, সমন্বয়ের অভাবে কোটি কোটি টাকার প্রকল্পও কাঙ্খিত ফল দিতে পারছে না।

বক্তারা বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক সব প্রচেষ্টার মধ্যে যদি কার্যক্রর সমন্বয় আনা যায়, তবেই যশোরের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি সম্পদ ব্যবস্থাপনার সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধান সম্ভব।

সংস্থাদু’টির উদ্যোগে যশোর অঞ্চলে চলমান খাল সংস্কার কার্যক্রম সম্পর্কে জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অবহিত করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড ও জেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০