ফেনী শহর যানজট মুক্ত করতে মতবিনিময় সভা

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৬:১৪
ফেনী শহর যানজট মুক্ত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

ফেনী, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস): ফেনী শহরকে যানজট মুক্ত করে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তুলতে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. হাবিবুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর সাইফুল, ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান।

এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপি'র সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, জেলার হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা একরামুল হক, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি জিয়াউদ্দিন সাংবাদিক সিদ্দিক আল মামুন, নজির আহমদ রতন প্রমুখ। 

সভায় পুলিশ সুপার বলেন, ফেনীকে নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে যানজটমুক্ত করতে হবে। কোনোভাবেই ফুটপাতে অবৈধ বা অস্থায়ী দোকান বসার সুযোগ নেই। শহরে অনুমোদনহীন সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা চলাচলের সুযোগ দেওয়া যাবে না।

পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বহুতল ভবন অনুমোদনের ক্ষেত্রে অবশ্যই পার্কিং প্লেস থাকতে হবে। শহরের নির্ধারিত স্ট্যান্ড এর বাইরে অটোরিকশা বা অন্য কোনো যানবাহন পার্কিং করতে পারবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় চোরাচালান পণ্যসহ একজন আটক
সাতক্ষীরায় পুষ্টি ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত
কিছু রাজনৈতিক দল নির্বাচন সঠিক সময়ে হওয়ার পথ আটকে দেওয়ার চেষ্টা করছে : ফখরুল
রংপুরে হিমাগারের নৈশপ্রহরীকে বেঁধে মালামাল লুট
নাচোলে সুধীজনদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়
অক্টোবরের ২২ দিনে রেমিট্যান্স প্রবাহ ৭.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
৫০০ বছরের ইতিহাসে গৌরবময় সোনামসজিদ : দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া
পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৮৬ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও হাইড্রোলিক হর্ন জব্দ
রোগীদের সুস্থতায় চিকিৎসকদের পরম আনন্দ : চসিক মেয়র
১০