ফেনী শহর যানজট মুক্ত করতে মতবিনিময় সভা

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৬:১৪
ফেনী শহর যানজট মুক্ত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

ফেনী, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস): ফেনী শহরকে যানজট মুক্ত করে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তুলতে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. হাবিবুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর সাইফুল, ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান।

এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপি'র সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, জেলার হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা একরামুল হক, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি জিয়াউদ্দিন সাংবাদিক সিদ্দিক আল মামুন, নজির আহমদ রতন প্রমুখ। 

সভায় পুলিশ সুপার বলেন, ফেনীকে নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে যানজটমুক্ত করতে হবে। কোনোভাবেই ফুটপাতে অবৈধ বা অস্থায়ী দোকান বসার সুযোগ নেই। শহরে অনুমোদনহীন সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা চলাচলের সুযোগ দেওয়া যাবে না।

পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বহুতল ভবন অনুমোদনের ক্ষেত্রে অবশ্যই পার্কিং প্লেস থাকতে হবে। শহরের নির্ধারিত স্ট্যান্ড এর বাইরে অটোরিকশা বা অন্য কোনো যানবাহন পার্কিং করতে পারবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০