জয়পুরহাট, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : জয়পুরহাট সরকারি কলেজ মাঠে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের সপ্তাহব্যাপী ব্যাটালিয়ন ক্যাম্পিং শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পের উদ্বোধন করেন রাজশাহীর মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবির-পিএসসি, বীর।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মিজানুর রহমান ও উপাধ্যক্ষ প্রফেসর একেএম শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট মেজর মো. মাশকুরুর রহমান রওনক-পিএসসি, জি।
আরও ছিলেন, জয়পুরহাট সরকারি কলেজের ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী ইমরুল কায়েস-বিএনসিসিও, লেফটেন্যান্ট আবু রেজা আমিনুর রহমান, বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজের একেএম নাফিউর রহমান-পিইউও, মোস্তাফিজুর রহমান-পিইউও।
ব্যাটালিয়ন ক্যাম্পিংয়ে জয়পুরহাট, বগুড়া ও নওগাঁ জেলার ৩০০ জন ক্যাডেট অংশগ্রহণ করেন।