ময়মনসিংহে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৬:৩৫

ময়মনসিংহ, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার তারাকান্দা উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কাকনী ইউনিয়নের গোয়াতলা শশার বাজার সংলগ্ন ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘ইমাম পরিবহন’ এর একটি বাস বেপরোয়া গতিতে হালুয়াঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে ওঠার পরপরই বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

নিহতরা হলেন, উপজেলার দাদরা গ্রামের মো. শাহজাহান (৩৮) ও গোয়াতলা শশার বাজার এলাকার শামসুল (৪৫)।

তারাকান্দা থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। বাসটিকে তারাকান্দা থানা পুলিশ আটকের পর ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০