মুন্সীগঞ্জ, ২৩ অক্টোবর,২০২৫ ( বাসস ) : জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘঠিত সজল মোল্লা হত্যা মামলার প্রধান আসামী শহর ছাত্রলীগের ( নিষিদ্ধঘোষিত ) সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত সাজ্জাত হোসেন মুন্সিগঞ্জপৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার পাচঘরিয়া কান্দ্রি এলাকার হাশেম গাজীর ছেলে।
পুলিশ জানায় , আজ বৃহস্পতিবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার ডেমরা এলাকা থেকে তার এক সহযোগি মো. সাগর মিয়া সহ গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত সাজ্জাত হোসেনকে আজ জেলা জুডিশিয়াল ম্যাজেষ্ট্রেট আদালত ৪ এ হাজির করলে পুলিশ সজল মোল্লা হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানী শেষে বিজ্ঞ বিচারক মো. আশিকুর রহমান আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পাবলিক প্রসিকিউটর ( পিপি ) মো. হালিম হোসেন জানান . গতবছর ৪ আগষ্ট মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘঠিত ৩ টি হত্যা মামলার প্রধান আসামী সাজ্জাত হোসেন সাগর।
হত্যাকাণ্ডের পর সজল মোল্লার ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করে। সাজ্জাত হোসেন সেই মামলায় এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।
জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল ইসলাম জানান, সাজ্জাতের বিরুদ্ধে হত্যা মামলা সহ ৯ টি মামলা রয়েছে।