নরসিংদীতে বিএনপি নেতার ছাতা বিতরণ

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৬:৫১
আজ নরসিংদীতে বিএনপি নেতার ছাতা বিতরণ। ছবি : বাসস

নরসিংদী, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস)জেলার  শিবপুর উপজেলার ১৪২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল  শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ছাতা উপহার দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫২ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষকের মাঝে  উপস্থিত হয়ে এই ছাতা বিতরণ করেন তিনি।

মোহাম্মদ সুলতান উদ্দীন মোল্লা ফাউন্ডেশন এর উদ্যোগে গত এক মাস যাবত শিবপুর উপজেলার ৫৫টি স্কুলে প্রায় ১০ হাজার ছাতা এখন পর্যন্ত  বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল বিদ্যালয়ে এই ছাতা বিতরণ করা হবে।

ছাতা পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানান।
বিদ্যালয়টির  প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে ছাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হক আঙ্গুর,  বিএনপি নেতা আওলাদ হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি আকরামুল হোসেন মিন্টু অভিভাবকদের উদ্দেশ্য বলেন, আপনার সন্তানদের মোবাইল থেকে দূরে রাখতে তাদের প্রতি মনোযোগ দিন এবং তাদের জন্য আকর্ষণীয় বিকল্প বিনোদনের ব্যবস্থা করুন। খেলাধুলা বা সৃজনশীল কার্যকলাপে উৎসাহিত করুন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০