জনরায় মেনে নিয়ে নিজ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন জয়নুল আবদিন ফারুক

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৭:১২
বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বৃহস্পতিবার জেলার সেনবাগের কাদরা ইউনিয়নের তাহিরপুর তামীরুল উম্মাত ইসলামিয়া আলিম মাদরাসায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা করেন। ছবি : বাসস

নোয়াখালী, ২৩ অক্টোবর ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জনগণের দেওয়া রায় মেনে নিয়ে সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করবো।

নোয়াখালীর সেনবাগের কাদরা ইউনিয়নের তাহিরপুর তামীরুল উম্মাত ইসলামিয়া আলিম মাদরাসায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ এ কথা বলেন।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে ফয়সালা হয়ে যাবে কে রাষ্ট্র ক্ষমতায় আসবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু ভোট হবে , কারণ শেখ হাসিনাও নাই, তার গুন্ডা-পান্ডারা নেই যে, দিনের ভোট রাতে নেবে এবং কেন্দ্র দখল করবে।

তিনি আরও বলেন, গত ১৬ বছর জামায়াতের নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। বিএনপির হাজার হাজার নেতা-কর্মী হত্যা করেছে, একইভাবে ছাত্রদের হত্যা করেছে, আয়না ঘরে নিয়ে নির্যাতন করেছে। তাই আমাদের মধ্যে মতাদর্শ ভিন্ন থাকলেও জনরায় যা হবে তা আমরা মেনে নিয়ে এলাকাতে ঐক্যবদ্ধ ভাবে থেকে উন্নয়ন করবো।

মাদরাসার সভাপতি আতাউর রহমান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ-আল মামুন, মাদরাসার অধ্যক্ষ মজিবুর রহমান একরামী, বীর মুক্তিযোদ্ধা এম এ আজিম  চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০