ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসূর চাভুশী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. আহসানুল হাদী স্বাগত বক্তব্য দেন।
এসময় অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, শিক্ষা, গবেষণা, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশ এবং ইরানের মধ্যে দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। দু’দেশের মধ্যে বিরাজমান এ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সময়ের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। ক্লাসের প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষামূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করতে হবে। বাংলা ভাষাসহ অন্তত একটি বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এরআগে কলাভবনের সামনে থেকে বর্ণাঢ্য এক র্যালি বের করা হয়। আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।