ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৫ ( বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘স্ট্র্যাটেজিস ফর পাবলিশিং রিসার্চ পেপারস ইন কোয়ালিটি জার্নাল’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার নিজ দপ্তরে কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
তিনি বলেন, গবেষণা প্রবন্ধ রচনার জন্য পর্যাপ্ত জ্ঞান, ধৈর্য ও সময়ের পাশাপাশি কিছু কার্যকর কৌশল অনুসরণ করা প্রয়োজন। গবেষকরা যদি মৌলিক ও উচ্চমানের গবেষণায় মনোনিবেশ করেন, তবে তা সহজেই আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশ করা সম্ভব। তিনি আরও বলেন, আমাদের শিক্ষকগণ যদি নিজেদের বিভাগীয় প্রকল্পগুলোকে সুসংগঠিত গবেষণায় রূপান্তর করতে পারেন, তবে প্রতিটি প্রকল্প থেকেই একটি করে মানসম্পন্ন গবেষণাপত্র প্রকাশ করা সম্ভব।
কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
তিনি বলেন, গবেষণা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত গুণগত মান বৃদ্ধি। সংখ্যার চেয়ে মানের দিকে গুরুত্ব দিলে আমাদের গবেষকবৃন্দ আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে সক্ষম হবেন।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন এবং অধ্যাপক ড. এ. জে. সালেহ আহাম্মদ। তারা মানসম্পন্ন জার্নালে গবেষণাপত্র প্রকাশের কৌশল, প্রবন্ধ রচনার কাঠামো, জার্নাল নির্বাচনের পদ্ধতি এবং রিভিউ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
স্বাগত বক্তব্যে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মো. মেজবাহ-উল-আজম সওদাগর প্রশিক্ষণের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।