সিভাসু’তে তিনদিনের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু রোববার 

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৮:০৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৩ অক্টোবর ২০২৫ (বাসস) : চট্টগ্রাম ভেটেরেনারি ও এ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আগামী রোববার থেকে তিনদিনব্যাপী ‘১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

‘স্বাস্থ্য, খাদ্য নিরপত্তা ও পুষ্টি উন্নয়নে স্থল ও জলজ বাস্তুতন্ত্রের আন্তঃবিষয়ক সমন্বয়’ এই প্রতিপাদ্যে এবার সিভাসু’র সার্বিক তত্বাবধানে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়ান হেলথ ইনস্টিটিউট, পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং ফ্লেমিং ফান্ডের অর্থায়নে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সিভাসু’র কনফারেন্স হল রুমে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফর রহমান এ তথ্য জানান।

ভিসি জানান, সিভাসুতে বিগত ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে ৫ শতাধিক গবেষক অংশগ্রহণ করবেন। তিনদিনের বৈজ্ঞানিক সম্মেলনে ১৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়ান হেলথ ইনস্টিটিউট, পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার, ভেটেরেনারি হাসপাতাল এবং প্রায় ২০টি বিভাগের কার্যক্রম গবেষণা স্টলে প্রদর্শিত হবে। এছাড়াও বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ফিড কোম্পানি, এবং হ্যাচারি থেকেও স্টলে অংশগ্রহণ করবে। সম্মেলনের প্রথম দিন থেকেই গবেষক ও দর্শনার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় চত্বরে স্টলগুলো উন্মুক্ত থাকবে।

তিনি আরো জানান, সম্মেলনে সাতটি আলোচ্য সাব-থিমের মধ্যে রয়েছে- পশু ও পোল্ট্রি ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, খাদ্য নিরপত্তা ও প্রক্রিয়াজাতকরণ, জেনেটিক টুলসের মাধ্যমে প্রাণিসম্পদ উন্নয়ন, পোষাপ্রাণী ও বণ্যপ্রাণী স্বাস্থ্যসেবা, ওয়ান হেলথ ব্যবস্থাপনা ও গবেষণায় উদ্ভাবন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী রোববার বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন- অর্ন্তবর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার ও মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। 

সম্মেলনের সভাপতিত্ব করবেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফর রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম ও প্রফেসর মিজানুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মোটরযান গতি সীমা নির্দেশিকা ২০২৪ বিষয়ে গণসচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন
অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না
ভৈরবে ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
প্রকৃত ভাতাভোগীদের ডাটাবেজ তৈরি করতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা
বিএনপির সঙ্গে নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসির বৈঠক
১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
বেনিনে বিরোধী দলীয় নেতার প্রেসিডেন্ট প্রার্থীতা বাতিল
নীতি ও আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যের প্রয়োজন : মুফতি ফয়জুল করীম
চরফ্যাশনে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ
১০