
লক্ষ্মীপুর, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার রায়পুরে কিশোর গ্যাং সদস্যেদের হামলায় মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জোবায়ের হোসেন (২৩)কে চট্রগ্রাম বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত জোবায়ের হোসেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উদমারা গ্রামের আবদুর রহিমের ছেলে ও কিশোর গ্যাং সদস্যের প্রধান।
সে শুক্রবার রাতের ফ্লাইটে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূইঁয়া। তিনি জানান, গত ৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে উদমারা গ্রামে এলাহি বক্স পাটওয়ারি বাড়ির সামনে জাহাঙ্গীর আলমের স্ত্রী রাজিয়া বেগমের ছেলেকে ঢিল মারার প্রতিবাদ করাকে কেন্দ্র করে কিশোর গ্যাং প্রধান জুবায়ের হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বসতঘরে হামলার চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে ওই এলাকার মসজিদের সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ তার পরিবারে চারজনকে কুপিয়ে জখম করা হয়। পরে দীর্ঘ দেড় মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জাহাঙ্গীর হোসেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিসিয়াল আদালতে যোবায়েরসহ ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
অভিযোগ রয়েছে, জোবায়েরে নেতৃত্বে অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলো স্থানীয়রা। বাড়িঘরে হামলা-ভাঙচুরসহ কুপিয়ে আহত করা হচ্ছে সাধারণ মানুষকে। এসব ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচিতে ভুক্তভোগীসহ স্থানীয় এলাকাবাসী।