সাত বছর পর জিম্বাবুয়ে দলে ফিরলেন ক্রেমার

বাসস
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৭:২০
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৫ (বাসস) : সাবেক অধিনায়ক ও লেগ-স্পিনার গ্রায়েম ক্রেমারকে ফিরিয়ে এনে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। দীর্ঘ সাত বছর পর জিম্বাবুয়ে জাতীয় দলে ফিরলেন ৩৯ বছর বয়সি ক্রেমার।

২০১৮ সালের মার্চে হারারেতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্রেমার। 

২০০৫ সালে অভিষেকের পর জিম্বাবুয়ের জার্সিতে ১৯ টেস্টে ৫৭ উইকেট, ৯৬ ওয়ানডেতে ১১৯ উইকেট এবং ২৯টি টি-টোয়েন্টিতে ৩৫ উইকেট নিয়েছেন ক্রেমার। জাতীয় দলকে ৮ টেস্ট, ৩৫ ওয়ানডে এবং ৫ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা আঞ্চলিক বাছাইপর্বের দল থেকে এই একটি পরিবর্তনই এনেছে জিম্বাবুয়ে। পেসার ট্রেভর গুয়ান্ডুর জায়গায় দলে নেওয়া হয়েছে ক্রেমারকে। আঞ্চলিক বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। 

২৯ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ৩১ অক্টোবর এবং ২ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে হারেরেতে। টি-টোয়েন্টির আগে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে ইনিংস ও ৭৩ রানে জয় পায় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গা, তাশিংগা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড নগারাভা ও ব্রেন্ডন টেইলর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হৃদরোগ চিকিৎসায় জাবি গবেষকদের গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন মডেল উদ্ভাবন 
গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে অভিজ্ঞ কূটনীতিক নিয়োগ যুক্তরাষ্ট্রের
ক্যারিবিয়ান অঞ্চলে ‘মেলিসা’ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে : মার্কিন সংস্থা
ফিলিস্তিনি উপদলগুলো গাজাকে টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তরে সম্মত  
ভোলায় মধ্যরাত থেকে ইলিশ আহরণে নদীতে নামবেন জেলেরা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  
আইএলও কনভেনশন অনুমোদনে সরকারকে কৃতজ্ঞতা নারীপক্ষের
জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই : মাওলানা রফিকুল ইসলাম খান 
মালদ্বীপের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ
গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ, সুষ্ঠু নির্বাচনে নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ : রিজভী
১০