ক্যারিবিয়ান অঞ্চলে ‘মেলিসা’ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে : মার্কিন সংস্থা

বাসস
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৯:৪৪

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : হাইতিতে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসে তিনজনের মৃত্যুর পর ক্যারিবিয়ান অঞ্চলে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ‘মেলিসা’ শনিবার তীব্রতর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে মার্কিন জাতীয় হারিকেন সেন্টার। 

মিয়ামি থেকে এএফপি এ খবর জানায়।

জাতীয় হারিকেন সেন্টারের স্থানীয় সময় ভোর ৫টায় জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, মেলিসাকে গ্রীষ্মমন্ডলীয় ঝড় হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, তবে ‘দ্রুত তীব্রতা শীঘ্রই শুরু হবে বলে আশা করা হচ্ছে’।

মার্কিন সংস্থা জানিয়েছে, ঝড়টি শনিবারের পরে ‘এবং রোববারের মধ্যে একটি বড় ঘূর্ণিঝড়ে পরিণত হবে’ বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ঝড়ের কেন্দ্রটি ‘সপ্তাহান্তে এবং আগামী সপ্তাহের শুরুতে জ্যামাইকার কাছাকাছি বা তার ওপর দিয়ে অগ্রসর হবে’ বলে আশা করা হচ্ছে।

ধীর গতির মেলিসা শনিবার ভোর হওয়ার আগে মধ্য ক্যারিবিয়ান সাগরের ওপর অবস্থান করছিল। এ সময় বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার।

হাইতিতে, নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার দ্বীপরাষ্ট্রটির পশ্চিমে ঝড়ের কারণে ভূমিধসে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, সপ্তাহের শুরুতে মুষলধারে বৃষ্টিপাতের সময় একটি গাছ ভেঙে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছিল।

জাতীয় হারিকেন সেন্টার জ্যামাইকার কিছু অংশ এবং হাইতির দক্ষিণ অংশ এবং ডোমিনিকান প্রজাতন্ত্রে ‘প্রাণঘাতী এবং বিপর্যয়কর আকস্মিক বন্যা এবং ভূমিধসের’ বিষয়ে সতর্ক করেছে।

ঝড়ের কারণে দক্ষিণ-পূর্ব কিউবায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০