
মুন্সীগঞ্জ, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১৭ কোটি ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত ১১ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকা থেকে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা মো. সিয়াম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিক্ষপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ১১ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত কোস্ট গার্ড ষ্টেশন পাগলা ও মুন্সীগঞ্জ মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে উপজেলার মুক্তারপুর এলাকার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় ৬ টি গোডাউন এবং ৬ টি অবৈধ জাল তৈরির কারখানা তল্লাশি করে ১৭ কোটি ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের বাজারমূল্য প্রায় ৬ শত ২৬ কোটি ৫৯ লাখ টাকা।
পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান জানান মুক্তারপুরের অবৈধ গোডাউন থেকে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।