মুন্সীগঞ্জে ১৭ কোটি ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাসস
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৭:০৭
মুন্সীগঞ্জে আজ ১৭ কোটি ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১৭ কোটি ৯০ লাখ  মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ১১ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকা থেকে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা মো. সিয়াম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিক্ষপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ১১ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত কোস্ট গার্ড ষ্টেশন পাগলা ও মুন্সীগঞ্জ মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে উপজেলার মুক্তারপুর এলাকার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী  যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় ৬ টি গোডাউন এবং ৬ টি অবৈধ জাল তৈরির কারখানা তল্লাশি করে ১৭ কোটি ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের বাজারমূল্য প্রায় ৬ শত ২৬ কোটি ৫৯ লাখ টাকা। 

পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান জানান মুক্তারপুরের অবৈধ গোডাউন থেকে বিপুল পরিমান  অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলায় মধ্যরাত থেকে ইলিশ আহরণে নদীতে নামবেন জেলেরা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  
আইএলও কনভেনশন অনুমোদনে সরকারকে কৃতজ্ঞতা নারীপক্ষের
জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই : মাওলানা রফিকুল ইসলাম খান 
মালদ্বীপের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ
গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ, সুষ্ঠু নির্বাচনে নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ : রিজভী
ডামি রাইফেল প্রদর্শন করে মিছিলে আতঙ্ক সৃষ্টি, গ্রেফতার মুজাহিদুল কারাগারে
মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য আগামী দুই মাসের মধ্যে এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ
টেন্ডুলকার ও সাঙ্গাকারাকে টপকে রেকর্ডের মালিক কোহলি
‘অর্থনৈতিক অবস্থান সূচক’ প্রণয়নের উদ্যোগ ঢাকা চেম্বারের
১০