২২ দিন পর লক্ষ্মীপুরে মেঘনায় মাছ ধরা শুরু, দাম কম

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১২:৩০
নিষেধাজ্ঞার ২২ দিন পর লক্ষ্মীপুরের মেঘনায় শনিবার মধ্য রাত থেকে শুরু হয় মাছ শিকার। ছবি: বাসস

\ আব্বাছ হোসেন \

লক্ষ্মীপুর, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : নিষেধাজ্ঞার ২২ দিন পর লক্ষ্মীপুরের মেঘনায় মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন ৫৬ হাজার জেলে। 

শনিবার মধ্য রাত থেকে শুরু হয় মাছ শিকার। তবে আজ রোববার সকাল থেকে ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাকে জমজমাট হয়ে উঠেছে মাছঘাটগুলো। 

জানা গেছে, কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫/১৬শ টাকায়। অথচ অভিযানের আগে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার টাকারও বেশি দরে। এছাড়া প্রকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৮শ থেকে ১২শ টাকা পর্যন্ত। তবে মাছ তুলনামূলক কম পাওয়া যাচ্ছে বলে জানান জেলেরা। 

লক্ষ্মীপুর সদরের মজুচৌধুরী হাট ঘাট, কমলনগরের মতিরহাট ও লুধুয়া এবং রামগতির চেয়ারম্যান ঘাট ও চর আলেকজান্ডারসহ কয়েকটি ঘাট থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জেলেরা জানান, দীর্ঘদিন পর মাছ শিকারে নামছেন তারা। তাই রাত-দিন ব্যস্ত সময় পার করছেন। তবে তুলনামূলক জালে ইলিশ ধরা পড়ছে কম। দামও আগের চেয়ে কম। পাশাপাশি এবারের অভিযান সফল হওয়ায় মা ইলিশ ডিম ছেড়েছে নির্বিঘ্নে। বেশিরভাগ মাছের পেটে ডিম নেই বলে জানান তারা। 

জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জেলায় ৫৬ হাজার জেলে রয়েছেন। এরমধ্যে ৪৩ হাজার জেলে নিবন্ধিত। 

এসব জেলে মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর মধ্য রাত থেকে ২৫ অক্টোবর মধ্য রাত পর্যন্ত ২২দিন রামগতির আলেকজান্ডার থেকে ষাটনল এলাকার ১শ কিলোমিটার পর্যন্ত নদীতে সব ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ছিল। 

এই সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ ছিল। ২২ দিনের অভিযানে দুই শতাধিক মোবাইল কোর্টের মাধ্যমে অর্ধশতাধিক জেলেকে জেল-জরিমানা করা হয়। প্রায় ১৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা হয়েছে ২ টন ইলিশ। পরে সেগুলো এতিমখানায় বিতরণ করা হয়। ৪৪ হাজার জেলের মধ্যে ২৫ কেজি হারে ১ হাজার ১০৪ টন ভিজিএফের চাল বিতরণ করা হয়।

এবারের অভিযান সফল দাবি করে জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেছেন, গত বারের চেয়ে এবার মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এ বছর মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার টন। যা গতবছরের চেয়ে ৫শ টন বেশি। আজ থেকে পুরোদমে মাছ ধরা শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারত-চীনের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
নওগাঁয় কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ
জ্যামাইকা ও হিস্পানিওলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মেলিসা 
উদ্ভাবন, উদ্যোক্তা ও নেতৃত্বে এগিয়ে আসতে হবে তরুণদের: শিক্ষা উপদেষ্টা
তুরস্ক থেকে সব বাহিনী উত্তর ইরাকে প্রত্যাহারের ঘোষণা কুর্দি পিকেকে’র
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে অব্যাহতি
কমলা হ্যারিস ফের হোয়াইট হাউসের দৌড়ে নামতে পারেন
যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো চলাচল সাময়িক বন্ধ 
১০