
মাদারীপুর, ২৭ অক্টোবর ২০২৫ (বাসস): নানা আয়োজনে আজ মাদারীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
জেলা যুবদলের উদ্যোগে সোমবার বেলা ১২টার দিকে মাদারীপুর শহরের গণপূর্ত অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান পলাশ, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহমুদ সরদার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখবে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে হবে।