কক্সবাজারে প্লাস্টিকের বিনিময়ে খাদ্য কর্মসূচি

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৭:৪৭ আপডেট: : ২৭ অক্টোবর ২০২৫, ১৯:০১
প্লাস্টিকের বিনিময়ে খাদ্য। ছবি: বাসস

কক্সবাজার, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস): সমুদ্রে প্লাস্টিক দূষণ প্রতিরোধে কক্সবাজার শহরে দিনব্যাপী ‘প্লাস্টিক এক্সচেঞ্জ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে সাগরপাড়ের পাঁচশত প্রান্তিক পরিবার ফেলনা প্লাস্টিকের বিনিময়ে তিন লাখ টাকার খাদ্যপণ্য পেয়েছেন।

আজ সোমবার সকাল ১১টায় কক্সবাজার শহরের উপকূলীয় সমিতি পাড়ায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।

স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে গত ২০২২ সাল থেকে কক্সবাজার জেলা প্রশাসনের সহায়তায় এই কর্মসূচি পালন করছে।

আয়োজকরা জানিয়েছেন, দিনব্যাপী কর্মসূচিতে ৫০০ প্রান্তিক পরিবার ফেলনা প্লাস্টিকের বিনিময়ে ৩ লাখ টাকার ১৯ ধরণের খাদ্যসামগ্রী পেয়েছেন। এতে প্রতিটি পরিবার ১ কেজি প্লাস্টিকের বিনিময়ে ৬ টি ডিম, ১ কেজি প্লাস্টিকে ১ কেজি চাল, ৫ কেজি প্লাস্টিকে ১ লিটার তেল এবং ২ কেজি প্লাস্টিকে ১ কেজি ডাল পেয়েছেন। যারা যে পরিমান প্লাস্টিক জমা দিয়েছেন, বিনিময়ে সেই পরিমান খাদ্যপণ্য পেয়েছেন। পাশাপাশি কর্মসূচির আওতায় সংগৃহিত প্লাস্টিকগুলো বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে রিসাইক্লিং করার ব্যবস্থা নেওয়া হয়েছে যা সমুদ্রে প্লাস্টিক দূষণে সহায়ক ভূমিকা পালন করবে। 

জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, কক্সবাজারের জীববৈচিত্র্য ও পরিবেশকে প্লাস্টিক দূষণের হাত থেকে রক্ষায় জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন একসঙ্গে কাজ করছে। এতে ফেলনা প্লাস্টিকের বিনিময়ে পরিবেশ রক্ষার পাশাপাশি প্রান্তিক মানুষেরা খাদ্যপণ্য সহায়তা পাচ্ছেন। এই ধরণের কর্মসূচি প্রশংসা যোগ্য।

আয়োজক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক জামাল উদ্দিন বলেন, কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা প্রতি বছরই পুরো কক্সবাজার ও সেন্টমার্চিনে ৪ মাসব্যাপী এই কার্যক্রম পরিচালনা করে থাকি। এই চার মাসে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে ২ লাখ কেজি সামুদ্রিক প্লাস্টিক সংগ্রহ করে শতভাগ রিসাইকেল করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। ইতোমধ্যে ২৭ হাজার কেজি বর্জ্য প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে।

উপকারভোগীরা জানিয়েছেন, এলাকায় মাইকিং শুনে গত এক সপ্তাহ ধরে সমুদ্র উপকূলের বিভিন্ন এলাকা থেকে পরিত্যক্ত প্লাস্টিক সংগ্রহ করেছেন। তারা সংগৃহিত প্লাস্টিকের বিনিময়ে খাদ্যপণ্য পেয়েছেন যা তাদের জন্য অনেক উপকারে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিএলের ম্যাচ চলাকালীন মারা গেছেন বরিশালের ফিজিও হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল
অ্যাডভোকেট মোসাদ্দেক বশিরের দাফন সম্পন্ন 
ফাইনালে খেলা হলো না বাংলাদেশের
ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলের ১৪১ শিক্ষককে সম্মাননা প্রদান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ আগামীকাল
মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত পাঁচজন এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩
ভিন্ন দেশের ভিডিও ছড়িয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
১০