
রাঙ্গামাটি, ২৭ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার বাঘাইছড়ি উপজেলায় অভিযানকালে বিভিন্ন ধরনের ১৬৭ দশমিক ৪৯ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বাঘাইছড়ি উপজেলার কাচালং বাজার এলাকায় অভিযানকালে বিজিবি’র মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) সদস্যরা এসব অবৈধ কাঠ জব্দ করে।
আজ সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি’র মারিশ্যা জোন (২৭ বিজিবি) কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে জোন কমান্ডারের নির্দেশনায় নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন প্রজাতির সর্বমোট ১৬৭ দশমিক ৪৯ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করে বিজিবি। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য চারলাখ ১৮ হাজার ৭২৫ টাকা।