
ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস): গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) ড. মো. মঈনুল ইসলামকে অবসর প্রদান করা হয়েছে।
সরকারি চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাকে অবসর প্রদান করা হয়। আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বিবেচনা করে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি হতে অবসর প্রদান করেছে।
তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।