শেরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৯:৫৮
শেরপুরে আজ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী। ছবি : বাসস

শেরপুর, ২৭ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার বিকেলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেল ৫ টায় জেলা শহরের থানার মোড় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, যুগ্ম-আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, সাইফুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিউল আলম চাঁন, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওাা জাতীয়তাবাদী যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এর আগে, একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ কর্মী- সমর্থকরা অংশগ্রহন করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
শুঁটকি মৌসুমে বঙ্গোপসাগরে ধরা পড়ছে প্রচুর মাছ, খুশি জেলেরা
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে চীন: মজিবুর রহমান মঞ্জু
জনদুর্ভোগ ও অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানে দুদকের অভিযান
গাজার সীমান্তবর্তী এলাকা থেকে জরুরি অবস্থা তুলে নিল ইসরাইল
দুদকের তদন্তে ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের বিপুল সম্পদের তথ্য উদঘাটন
১০