ভোলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ২০:১৪
ভোলায় আজ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী । ছবি : বাসস

ভোলা, ২৭ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

জেলা, উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে আজ সোমবার বেলা ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। 

এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এসময় মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন। 

সমাবেশ শেষে দলীয় কার্যালয় জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. হুমায়ুুন কবির সোপান, এনামুল হক, জেলা বিএনপির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি মো. ইয়ারুল আলম লিটন, যুবদলের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের সেলিম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিপু, সদস্য সচিব বিল্লাল হোসেন প্রমুখ। 

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকলের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিকনির্দেশনা মোতাবেক আগামী নির্বাচনে বিএনপি যেন দেশ পরিচালনার দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
শুঁটকি মৌসুমে বঙ্গোপসাগরে ধরা পড়ছে প্রচুর মাছ, খুশি জেলেরা
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে চীন: মজিবুর রহমান মঞ্জু
জনদুর্ভোগ ও অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানে দুদকের অভিযান
গাজার সীমান্তবর্তী এলাকা থেকে জরুরি অবস্থা তুলে নিল ইসরাইল
১০